সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ঈদে পদ্মাসেতুতে চলবে মোটরসাইকেল

ঈদে পদ্মাসেতুতে চলবে মোটরসাইকেল

শেরপুর ডেস্কঃ সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ২০ এপ্রিল থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গণভবনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের জানান, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মাসেতুতে শুরু হবে মোটরসাইকেল চলাচল। তবে গতিসীমা থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে। গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

তিনি বলেছেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেয়া হয়েছে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল যেতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানা হয় তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

এর আগে গত বছরের ২৬ জুন জানানো হয়, ২৭ জুন সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া পর অতিরিক্ত মোটরসাইকেলের চাপ দেখা যায়। এর ফলে প্রথম দিনেই হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

Check Also

চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − five =

Contact Us