শেরপুর নিউজঃ উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের মধ্যে অন্যতম বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক মা ভবানীর মন্দির পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
মঙ্গলবার (১৮এপ্রিল) বেলা দুইটার দিকে তিনি ওই মন্দিরটি পরিদর্শনে এলে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
সেইসঙ্গে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাঁকে। পাশাপাশি বরণ করে নেওয়া হয় ভারতীয় এই হাইকমিশনারকে। পরে তিনি মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় মন্দিরের পুরোহিত এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ মন্দিরের অতীত ইতিহাস তুলে ধরেন এবং ইতিহাস সম্বলিত বই-পুস্তক হাইকমিশনারের হাতে তুলে দেন। মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে তিনি অভিভূত হন। সেইসঙ্গে এই মা ভবানী মন্দিরের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর মন্দিরের মাতৃ দর্শন ও পূর্জা অর্চনা করে প্রসাদ গ্রহণ করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারি ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা ইয়াসমিন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ডা. হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ( শেরপুর সার্কেল) সজিব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার, মন্দির কমিটির নেতা দিলীপ কুমার দেব, অমৃত লাল সাহা, এড. নরেশ মুর্খাজী, সাংবাদিক নিমাই ঘোষ, পরিমল দত্ত, উত্তম ব্যানার্জী প্রমূখ। এছাড়া হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।