সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / কারাগারে ভার্চুয়াল কোর্ট রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

কারাগারে ভার্চুয়াল কোর্ট রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুর ডেস্ক ঃ দেশের কারাগারগুলোতে ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কারাগারগুলোতে ভার্চুয়াল কোর্ট স্থাপন করতে হবে। যাতে আসামিদের নিয়ে যেতে আসতে কোনো হয়রানি বা অতিরিক্ত খরচ কমবে। সেই সঙ্গে নিরাপত্তাও নিশ্চিত হবে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে এসে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

এতে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পরিকল্পনা সাচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, একেএম ফজলুল হক, ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান প্রমুখ।

Check Also

৪ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-নাগরিক কমিটির

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 4 =

Contact Us