শেরপুর নিউজ ডেস্কঃ মোদি পদবি নিয়ে ‘মানহানিকর মন্তব্যের’ মামলায় সাজার রায় স্থগিত রাখার যে আবেদন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী করেছিলেন, তা খারিজ করে দিয়েছেন গুজরাটের একটি আদালত। খবর টাইমস অব ইন্ডিয়ার
এ রায়ের ফলে রাহুল গান্ধীকে আপাতত সংসদ সদস্য পদে পুনর্বহাল করা যাবে না। এর আগে গুজরাটের সুরাটের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট গত ৩ এপ্রিল রাহুল গান্ধীকে জামিন দিয়েছিলেন। একই সঙ্গে আদালত তার দুই বছরের সাজাও স্থগিত করেন। ওই সাজার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছিলেন আদালত।
এর আগে গত ২৩ মার্চ ৫২ বছর বয়সী রাহুলকে দুই বছরের সাজা দেন গুজরাটের আদালত। ওই রায় ঘোষণার মাত্র এক দিন পরই লোকসভায় রাহুলকে অযোগ্য ঘোষণা করা হয়। এর ফলে লোকসভায় তার সদস্য পদ খারিজ হয়ে যায়।