শেরপুর নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল-বগুড়া মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও আগের সেই চিরচেনা যানজট এখন পর্যন্ত হয়নি। ফলে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন।
ঈদ আসলেই যেন ঘরমুখো মানুষদের মনে করিয়ে দিত রাতে যানজটে আটকে থাকা ভোগান্তির কথা। কিন্তু এখন পর্যন্ত সেই চিরচেনা চিত্রের পুরোটাই ছিল ভিন্ন।
নেই কোন যানজট, নেই ভোগান্তি। নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। তবে মহাসড়টিতে ঢাকামুখি যানবাহনের চাপ ছিল অনেক বেশি।
চালকারা জানায়, এবার ঈদে এখন পর্যন্ত তেমন কোন ভোগান্তিতে পরতে হয়নি। সড়কে যানবাহনের চাপ বাড়লেও কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক একমুখী (উত্তরবঙ্গমুখী) করার কারণে এই মহাসড়কে দীর্ঘস্থায়ী কোন যানজট লাগেনি।
পুলিশ জানায়, মহাসড়কে স্বাভাবিকের তুলনায় কয়েকগুন যানবাহন চলাচল বাড়লেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মহাসড়কটিতে যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে সার্বক্ষণিক নজর রাখছেন তারা। এছাড়া কোন যানবাহন বিকল হলে সেটি দ্রুত অপসারণ করছেন তারা।