শেরপুর ডেস্কঃ ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া অংশে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ১৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হলেও মহাসড়কে ঘরমুখো মানুষের তেমন ভিড় ছিল না। কিন্তু বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মানুষ গ্রামের ছুটতে শুরু করেছেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পিকআপভ্যানে চড়ে গ্রামে ফিরছেন।
বৃহস্পতিবার সারা দিন ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড় এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, পোশাক কারখানা বন্ধ হওয়ায় আজ প্রায় সব শ্রমিক বাড়ি ফিরছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে যে যেভাবে পারছেন শিকড়ের টানে যাচ্ছেন। তবে, অধিকাংশ পোশাকশ্রমিক, দিনমজুরকে ট্রাক এবং পিকআপভ্যানে করে গ্রামে যেতে দেখা গেছে। ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে তারা এভাবে যাচ্ছেন বলে জানিয়েছেন।
পোশাকশ্রমিক খালেক বলেন, বাসে অনেক টাকা ভাড়া চাইছে তাই উপায় না পেয়ে পিকআপে কইরা বাড়িতে যাইতাছি।