শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় প্রধানমন্ত্রীর দেওয়া অসহায়দের জন্য ঈদ উপহারের ভিজিএফ এর চাল বিতরণ না করে গোপনে বিক্রি করার অভিযোগে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলালসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রকল্প বাস্তবায়ন অফিসের এক কর্মকর্তা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাযায়, সোনাতলা সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ এর চাল ১ হজার ৪শত ৬৬ জন অসহায় মানুষের জন্য ১৪ হাজার ৬৬০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। ১৭ এপ্রিল ওই চাল বগুড়া এক আসনের এমপি সাহাদারা মান্নান আনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করে চলে যান। এরপর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল ইউপি সদস্যদের নিয়ে বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান চালাকি করে ৫০ কেজি ওজনের ৩০ বস্তা চাল বিতরণ না করে মজুদ রাখেন। গোপনভাবে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানতে পারেন এবং ওই চালগুলো দ্রুত বিতরণের নির্দেশ দেন ইউপি চেয়ারম্যানকে। ১৯ এপ্রিল সকালে ৩০ বস্তার মধ্যে ১৫ বস্তা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল। বাকি ১৫ বস্তা চাল অসৎ উদ্দেশ্যে তাজুলের নিকট বিক্রি করে দেয় ইউপি চেয়ারম্যান।
বিষয়টি আবারো উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে অভিযান চালান এবং জানতে পারেন যে, চালগুলো তাজুলের নিকট বিক্রি করা হয়েছে। এরপর উপজেলা নির্বাহী অফিসার তাজুলের গোডাউনে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১৫ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করেন। এছাড়া ওই গোডাউনে ১০৯ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেখতে পান এবং সেগুলোও জব্দ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের একজন কর্মকর্তা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল,গোডাউন মালিক তাজরুল ইসলাম মন্ডল ও তার কর্মচারী মোজাম্মেল হোসেন পাপ্পুর নামে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলালকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি সৈকত হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।