শেরপুর নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কমে যাওয়ার পর এবার জাঁকজমকভাবে ঈদ উদযাপিত হবে সারাদেশে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর কয়েক মাস। নিজ নিজ নির্বাচনী এলাকায় এখন থেকেই বেশির ভাগ সময় ব্যয় করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যরা। অন্যান্যবার রমজান মাসজুড়ে এলাকায় ইফতার আয়োজনের মাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন নেতারা। এবার দলীয় হাইকমান্ডের নিষেধ থাকায় আওয়ামী লীগ কোথাও দলগতভাবে ইফতার আয়োজন করেনি। তবে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে দলটির নেতারা। তাই ঈদুল ফিতরে বেশির ভাগ নেতা ঈদের নামাজ আদায় করবেন নিজের এলাকায়। দলটির মনোনয়নপ্রত্যাশীরাও নিজ এলাকায় ছুটছেন।
স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তারা। অংশ নেবেন গণসংযোগেও। শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি। পাশাপাশি বিরোধী দল বিএনপির আন্দোলন মোকাবিলায় কীভাবে নেতাকর্মী কাজ করবেন সেই নির্দেশনাও থাকবে তাদের বক্তব্যে। ঈদ উপলক্ষে গরিব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণেও অংশ নিচ্ছেন তারা। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার অথবা পরদিন রবিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।