শেরপুর নিউজঃ চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর শনিবার কিংবা রবিবার অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ আদায় করার জন্য বগুড়ায় ঈদমাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। বগুড়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায়। বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল কাদের নামাজের ইমামতি করবেন। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে কেন্দ্রীয় বড় সমজিদে এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ঈদের জামাত হবে সকাল ৮টায় বগুড়া জিলা স্কুল মাঠে ও সকাল সোয়া ৯টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও জামিল মাদরাসায় ঈদের জামাত সকাল ৭টায়, মালতীনগর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সোয়া ৭টায়, সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহ, মালতিনগর হাইস্কুল ঈদগাহ ও কাটনার পাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, ইসলামপুর হরিপুর ঈদগাহে প্রথম ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, ঠনঠনিয়া ঈদগাহে প্রথম ঈদের জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বৃন্দাবনপাড়া জামে মসজিদ সকাল পৌণে ৮টায়, দক্ষিণ ধাওয়াপাড়া বাইতুস ছালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, নিশিন্দারা মন্ডলপাড়া, ছায়তননেছা ঈদগাহ, মালগ্রাম ঈদগাহ ও আলিয়াতলা ঈদগাহে সকাল ৮টায়, বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ, ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ, ঠনঠনিয়া নূরুন আলা নূর ফাজিল মাদ্রাসা মাঠ, শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় এবং শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া বায়তুর রহমান জামে মসজিদ ঈদগাহে সকাল পৌণে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।