সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / পদ্মা সেতুতে একদিনে ৩ কোটি ৭৩ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে একদিনে ৩ কোটি ৭৩ লাখ টাকা টোল আদায়

শেরপুর ডেস্কঃ পদ্মা সেতু দিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পার হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়েছে আট হাজার ৮৭৩টি মোটরসাইকেল। আর জাজিরা প্রান্ত থেকে ঢাকায় ঢুকেছে তিন হাজার ১৬৯টি মোটরসাইকেল।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার ২৬৮টি যানবাহন সেতু পার হয়েছে। যা থেকে তিন কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেতুতে মোটরসাইকেল উন্মুক্ত করে দেয়ার পর মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২০০ টাকা।

আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।

Check Also

ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =

Contact Us