শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুর শহরের ১৪টি ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
শেরপুর পৌরসভা সুত্রে জানা গেছে, শেরপুর শহরের প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় পৌর আহলে হাদীদ ও ডিজে হাইস্কুল আহলে হাদীস মসজিদ ঈদগাহ মাঠে।
শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে।
এছাড়া শেরপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, শেরপুর বাসষ্ট্যান্ড শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, দুবলাগাড়ী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, নয়াপাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, উলিপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় সহ অন্যান্য মাঠ ও মসজিদে ঈদের নামাজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।