সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / বন্ডেড সুবিধায় কাঁচামাল আমদানিতে নজরদারি বাড়াবে এনবিআর

বন্ডেড সুবিধায় কাঁচামাল আমদানিতে নজরদারি বাড়াবে এনবিআর

শেরপুর নিউজ ডেস্কঃ দেশে রফতানিমুখী প্রতিষ্ঠান বন্ডেড সুবিধায় আইএমফোরের মাধ্যমে শুল্কযুক্ত ও আইএমসেভেনের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে। এসব কাঁচামাল আমদানির মূল উদ্দেশ্যই হচ্ছে পণ্য উৎপাদন করে পুনরায় রফতানি করা। কিন্তু আইএমফোর সুবিধায় আমদানীকৃত কাঁচামাল ব্যবহারে নতুন কোনো পণ্য উৎপাদন না করে অবৈধভাবে স্থানীয় বাজারে বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে। অভিযোগটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এরই মধ্যে এ খাতে মনিটরিং জোরদার করতে নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রতিবেদনে উঠে এসেছে আইএমফোরে শুল্কযুক্ত সুবিধায় পণ্য নিয়ে আসায় ব্যাপক রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি হচ্ছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়, এ বছর মার্চে কাস্টমসের বিভিন্ন সার্কেলে রাজস্ব ফাঁকির ৮০টি মামলা হয়েছে। রাজস্ব ফাঁকির মামলায় আটককৃত পণ্যের মূল্য ৩৫ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকা। আটককৃত এসব পণ্য শুল্কের পরিমাণ ৩২ কোটি ২৪ লাখ ৭২ হাজার টাকা। তাই রাজস্ব ফাঁকির এসব ঝুঁকি কমাতে বন্ডেড খাতেও মনিটরিং বাড়ানো জরুরি বলে মনে করছে এনবিআর। সম্প্রতি এনবিআরের এক সভায় বন্ডেড প্রতিষ্ঠানে আইএমফোরে আমদানির সার্বিক বিষয়ে আলোচনা হয়।

এনবিআরের প্রতিবেদনে উঠে এসেছে, গত ফেব্রুয়ারিতে দেশে ২ হাজার ৮০০ প্রতিষ্ঠান বন্ডেড সুবিধা ব্যবহার করে আইএমফোরের মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানি করছে। আইএমফোর সুবিধায় পণ্য আনায় আমদানির বিষয়টি এনবিআরের বন্ড কমিশনারেট এবং ভ্যাট কমিশনারেট উভয়ের নজর এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি বিবেচনা করে আইএমফোর সুবিধায় যারা মালপত্র দেশে আনছে, তাদের তালিকা মাঠ পর্যায়ে এনবিআরের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিংয়ের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে বন্ডেড সুবিধায় এসব কাঁচামাল এনে পুনরায় কোনো পণ্য উৎপাদন হচ্ছে কিনা বা বন্ডেড সুবিধায় এনে তা স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করবে এনবিআর।

Check Also

এবার বাড়লো স্বর্ণের দাম

শেরপুর নিউজ ডেস্ক: টানা চার দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 8 =

Contact Us