সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় ১৫ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

বগুড়ায় ১৫ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

শেরপুর নিউজঃ বগুড়া শহরের শহীদ খোকন পার্কে বাংলার মুখ বগুড়া জেলা শাখার উদ্যোগে ১৫ দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে মেলা উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম।

এতে প্রধান অতিথি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক থেকে দূরে থাকতে সংস্কৃতি চর্চার বিকল্প নাই। আমাদের সংস্কৃতি বহু পুরাতন ও ঐতিহ্যবাহী। বগুড়ার সংস্কৃতি সমৃদ্ধ, এখানে দেশের অন্যান্য জেলার চেয়ে বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের তরুণ প্রজন্মের কাছে সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিশু কিশোরদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সাংস্কৃতিক চর্চা করতে হবে, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন সান্নু, সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন পায়েল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু।

বাংলার মুখ বগুড়া জেলা শাখার সভাপতি হাসিবুল হাসান মুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিম এম এ মজিদ মিয়া, হাসিনুর রহমান হাসু, প্রনব স্যানাল, এম ববি খান ও মিজানুর রহমান মিন্টু।

বিভিন্ন ধরণের স্টল দিয়ে সাজানো হয়েছে এই মেলা। এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।

Check Also

বগুড়া সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

Contact Us