শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে পেয়াঁজের দাম। গত দুই সপ্তাহে পেয়াঁজের দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।
সোমবার (২৪ এপ্রিল) শেরপুর রেজিষ্ট্রি অফিস সকাল বাজারে প্রতি কেজি পেয়াঁজ খুচরা ৪৫ থেকে ৫০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর বারদুয়ারী হাটখোলায় পাইকারী বাজারে পেয়াঁজ ৪৫ থেকে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হতে গেছে।
ক্রেতারা জানান, দুই সপ্তাহ আগে বাজারে পেয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হতো। দফায় দফায় দাম বাড়ার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বাড়াচ্ছে। অথচ এগুলো দেখার জন্য প্রশাসনের কোন তদারকি নেই।
বারদুয়ারী হাটের এক পেয়াঁজ ব্যবসায়ী জানান, পেয়াঁজের আমদানী কম থাকায় দাম বাড়ছে। আমাদের কিছু করার নেই।
নিত্যপণ্য পেয়াঁজের দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে শেরপুর উপজেলায় বাজার মনিটরিং কমিটির কোন তৎপরতা দেখা যায়নি।