Home / বিদেশের খবর / পৃথিবীর দিকে আসছে বিশালাকৃতির গ্রহাণু

পৃথিবীর দিকে আসছে বিশালাকৃতির গ্রহাণু

শেরপুর নিউজ ডেস্কঃ মহাকাশে আইফেল টাওয়ারের মতো বড় আকারের একটি গ্রহাণু আগামী সপ্তাহে পৃথিবী অতিক্রম করবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীরা বলছেন, এটি পৃথিবীর বাসিন্দাদের জীবনকে হুমকির মুখে ফেলবে না।

নাসার ব্যাখ্যা মতে, পৃথিবীর সবচেয়ে কাছের বস্তু হলো গ্রহাণু। খবর ইন্টারন্যাশনাল দ্য নিউজের।

এ বিষয়ে সংশ্লিষ্ট একজন জ্যোতির্বিজ্ঞানী জানান, গত ১৭ বছরে ২৬০টি পর্যবেক্ষণের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা ২০০৬ এইচভি৫ নামে এই গ্রহাণুর কক্ষপথ নির্ণয় এবং তার ভিত্তিতে এর অতীত, বর্তমান ও ভবিষ্যত অবস্থান খুব সুনির্দিষ্টভাবে গণনা করতে সক্ষম হয়েছেন।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণুটি ১৫ লাখ মাইল দূরত্ব অতিক্রম করবে যা চাঁদ থেকে পৃথিবীর দূরত্বের প্রায় ৬ দশমিক ৩ গুণ।

আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত ডা. সুসাননা কোহলার জানিয়েছেন, ২০০৬ সালে গ্রহাণু ২০০৬ এইচভি৫ প্রথম আবিষ্কৃত হয়। লিংকন নিয়ার-আর্থ অ্যাস্টেরয়েড রিসার্চ (লিনিয়ার) প্রকল্পের আওতায় এর সন্ধান মেলে। গ্রহাণুটি পৃথিবীর মানুষের জন্য কোনো হুমকি নয়।

তিনি জানান, বছরে মাত্র একবার এই আকারের বা তারও বড় গ্রহাণু বা শিলা পৃথিবীর কাছাকাছি আসে। পৃথিবীতে এই শিলার অভিগমনকে ‘বিরল-২’ শ্রেণিতে তালিকাভুক্ত করেছে নাসা সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ।

গ্রহাণু সুরক্ষা প্রকল্প: লিনিয়ার একটি প্রকল্প যা মহাকাশে পৃথিবীর কাছাকাছি বস্তু সনাক্ত ও পর্যবেক্ষণে কাজ করে। এতে সমন্বিতভাবে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, নাসা ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির লিঙ্কন ল্যাবরেটরি।

২০০৬ এইচভি৫ গ্রহাণুটির ব্যাস প্রায় ১ হাজার ফুট যা প্যারিসের সবচেয়ে উঁচু ১ হাজার ৮৩ ফুট লম্বা আইফেল টাওয়ারের কাছাকাছি। তবে আকারে এত বড় হলেও এটি খালি চোখে দেখা যায় না।

Check Also

প্রিন্স হ্যারির স্ত্রী মেগানের যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত

  শেরপুর নিউজ ডেস্ক : প্রিন্স হ্যারি নিশ্চিত করেছেন যে, তিনি চলতি মাসের শেষ দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =

Contact Us