সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / ২১ দিনে ১৩ হাজার ৬০০ কোটি টাকার রেমিট্যান্স

২১ দিনে ১৩ হাজার ৬০০ কোটি টাকার রেমিট্যান্স

শেরপুর নিউজ ডেস্কঃ চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা ১২৭ কোটি ১৭ লাখ ১০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে। ঈদের আগে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ (প্র‌তি ডলার ১০৭ টাকা ধরে) দেশীয় মুদ্রায় ১৩ হাজার ৬০০ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা যায়, ঈদের আগে চলতি মাসের প্রথম ২১ দিনে মোট ১২৭ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৫ কোটি ৭৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স।

তবে আলোচিত সময়ে ৭ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় দেশে আসেনি। এরমধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। কিন্তু সেপ্টেম্বর থেকে টানা ছয় মাস দেড় বিলিয়ন ডলারের ঘরেই থেমে যায়। তবে সে ধারা থেকে বেরিয়ে জানুয়ারি মাসে আসে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। ফেব্রুয়ারি মাসে আবারও কমে আসে ১৫৬ কোটি ১২ লাখ ডলারের রেমিট্যান্স। আর সদ্য বিদায়ী মার্চ মাসে এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলারের বেশি।

গত ২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১.০৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২০২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছিল।

Check Also

সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে: ড.মুহাম্মদ ইউনূস

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী আবারো দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + one =

Contact Us