সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / এসএসসি পরীক্ষার্থীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

এসএসসি পরীক্ষার্থীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

শেরপুর নিউজ ডেস্কঃ আগামী ৩০ এপ্রিল রবিবার থেকে সারাদেশের মত রাজশাহী শিক্ষা বোর্ডে প্রায় ২ লাখ ৫ হাজার ৮০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ সব পরীক্ষার্থীকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন রাজশাহী শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) মোঃ জহিরুল হক।

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক বলেন, সব সময় পরীক্ষার্থীদের মনোবল দৃঢ় রাখতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌছানোসহ নির্দিষ্ট কক্ষে গিয়ে নির্ধারিত সিটে বসতে হবে।

সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের মাঝে ওএমআর সীট ও মূল উত্তরপত্র সরবরাহ করলে পরীক্ষার্থীরা তা সুন্দরভাবে পড়ে ও দেখে রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড, সেট কোড, সংশ্লিষ্ট বোর্ড ও পরীক্ষার ঘরে সুন্দর করে বলপয়েন্ট কলম দিয়ে বৃত্ত পূরণ করতে হবে।

কোনক্রমেই ওএমআর সীটে কিংবা মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় কাটাকাটি কিংবা ঘষামাজা ও ফ্লুইড ব্যবহার করা যাবে না। ওএমআর সীট কিংবা মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় ঘষামাজার ফলে খাতা মূল্যায়নে কখনও কখনও প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, পরীক্ষা নিয়ে বাড়তি টেনশন করার প্রয়োজন নেই। পরীক্ষার্থীদের চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে। ওই রাতে সারারাত জেগে পড়া কিংবা রিভিশন দেওয়ার কোন প্রয়োজন নেই। এমনটি কেউ করলে পরীক্ষার হলে ঘুম ঘুম ভাব আসতে পারে।

কোন বিষয়ে পরীক্ষা ভালো না হলে ভেঙে পড়া যাবে না। পরের পরীক্ষার জন্য প্রস্তুুুতি ও চেষ্টা করতে হবে। এছাড়াও পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য মূল পাঠ্যবই অবশ্যই পড়তে হবে। তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনি পরে সৃজনশীল পরীক্ষা হবে। বহুনির্বাচনি পরীক্ষার জন্য ২৫ মিনিট এবং সৃজনশীল প্রশ্নের জন্য ২ ঘন্টা ৩০ মিনিট সময় থাকবে।

প্রশ্ন পাওয়ার পর পুরো প্রশ্নটিতে চোখ বুলিয়ে নিতে হবে। তারপর পছন্দের প্রশ্ন লেখা কিংবা উত্তর দেওয়া শুরু করলেও চেষ্টা করতে হবে যেন সকল প্রশ্নের উত্তর দিতে পারে শিক্ষার্থীরা।

Check Also

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি

শেরপুর নিউজ ডেস্ক: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। এমবিবিএস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

Contact Us