সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বাইডেনসহ পাঁচ বিশ্বনেতার শুভেচ্ছা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বাইডেনসহ পাঁচ বিশ্বনেতার শুভেচ্ছা

শেরপুর নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়রসহ পাঁচ বিশ্বনেতা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেয়ার পর বিশ্বনেতাদের অভিবাদন অব্যাহত রয়েছে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়র, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেট পৃথক বার্তায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ পাঁচ বিশ্বনেতার শুভেচ্ছা সংবলিত পৃথক বার্তা গতকাল এসে পৌঁছেছে।

বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বনেতারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার ওপর জোর দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আমাদের সবার জন্য আরো শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সহায়তা করেছে।

তিনি আরো বলেন, ‘একসঙ্গে আমরা আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন সম্প্রসারিত করেছি। একসঙ্গে আমরা দুর্নীতি মোকাবেলা ও জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা চালিয়ে যাচ্ছি। আর এভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করে যাচ্ছি।’

বাইডেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরো গভীর এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে, মানবাধিকারের অগ্রগতি ও গণতান্ত্রিক নীতি রক্ষাসহ আমাদের অভিন্ন মূল্যবোধের পক্ষে দাঁড়াতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।’

সব বাংলাদেশী ও আমেরিকানের জন্য একটি অধিকতর মুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণ অব্যাহত রাখার লক্ষ্যে বাইডেন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রিপাবলিক অব ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো তার অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অঙ্গনে আমাদের দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা ও সুসম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী।’

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ রাষ্ট্রপতিকে তার আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা করেন, তার (সাহাবুদ্দিন) দূরদর্শী নেতৃত্ব ও সুসমৃদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় ও আরো সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এবং দু’দেশের জনগণের স্বার্থে ঐতিহ্যগত বন্ধুত্বের পাশাপাশি যে অংশীদারত্ব রয়েছে তা আরো সুদৃঢ় হবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে সফলভাবে বেলারুশ-বাংলাদেশ সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, ‘বেলারুশ শিল্প সহযোগিতা, যান্ত্রিক প্রকৌশল, বৈদ্যুতিক পরিবহন, কৃষি, ফার্মেসি, বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক জোরদারে আগ্রহী।’

এক অভিনন্দন বার্তায় সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট বলেন, ‘আমাদের দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর হবে।’

Check Also

বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেপ্তারের ঘটনা ঘটেনি

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার বা দমন অভিযানের কোনো ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =

Contact Us