Home / বগুড়ার খবর / বগুড়া সদর / জীবন বৃত্তান্ত চেয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ

জীবন বৃত্তান্ত চেয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ

শেরপুর নিউজ ডেস্কঃ পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত চেয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ। শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পূর্ণাঙ্গ কমিটির পদ প্রত্যাশীদের আগামী ২৯ এপ্রিল থেকে ৩ মে’র মধ্যে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সভাপতি সজীব সাহা এবং সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম অধিক গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আগামী ২৯ এপ্রিল থেকে ৩ মে’র মধ্যে জেলা, উপজেলা, পৌরসভা,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি, সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি, অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র, অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ যদি থাকে এর ফটোকপি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবের নিমিত্তে আপনার করণীয় শীর্ষক মন্তব্যসহ জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।

Check Also

বগুড়া সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =

Contact Us