শেরপুর নিউজঃ বগুড়া জেলার ১২টি উপজেলার ১২ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদের মাঝে বর্তমানে ৮টিতেই কর্মরত আছে নারীরা। বাকি ৪টিতে পুরুষ ইউএনওরা দায়িত্ব পালন করছেন। যেখানে প্রশাসনের এই স্তরে নারীদের কম বিচরণ ছিলো সেখানে নারীদের এতটা এগিয়ে যাওয়া নারীর ক্ষমতায়নের বলিষ্ট পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া জেলা সদর উপজেলার ইউএনও হিসাবে ফিরোজা পারভীন, কাহালুর ইউএনও হিসাবে মোছা. মেরিনা আফরোজ, শাজাহানপুর উপজেলার ইউএনও হিসাবে সাঈদা খানম, আদমদিঘী উপজেলার ইউএনও হিসাবে টুকটুক তালুকদার, নন্দীগ্রাম উপজেলার ইউএনও হিসাবে শিফা নুসরাত, শেরপুর উপজেলার ইউএনও হিসাবে সানজিদা সুলতানা, শিবগঞ্জ উপজেলার ইউএনও হিসাবে উম্মে কুলসুম সম্পা ও সোনাতলা উপজেলার ইউএনও হিসাবে সাঈদা পারভীন বর্তমানে কর্মরত আছেন।
এছাড়া জেলার ধুনট, সারিয়াকান্দি,গাবতলী ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পুরুষ অফিসারেরা দায়িত্ব পালন করছেন।
উপজেলা পর্যায়ের শীর্ষ এই পদটিতে মেধা ও যোগ্যতা দিয়ে নারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু জানান, শিক্ষায় নারীরা মেধার স্বাক্ষর বরাবরই রেখে এসেছে। বগুড়া জেলায় ১২টি উপজেলার মধ্যে ৮টিতে ইউএনও হিসাবে নারীরা দায়িত্ব পালন করছে। শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়তে তারা তৃণমুলের মাঠে ছুটে চলেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে তারা ভেদাভেদ ভুলে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস কররি।