সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / অপরাধে বাধা দেয়ায় ভাইয়ের হাতে খুন

অপরাধে বাধা দেয়ায় ভাইয়ের হাতে খুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : চুরি, ছিনতাইয়ের কাজে বাধা দেয়ায় বগুড়ার দুপচাঁচিয়ায় ভাই ও বন্ধুরা হত্যা করে কিশোর মালেক সরদারকে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের পর এমন দাবি করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।

শনিবার বেলা ১২টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে করেন আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র এএসপি নাজরান রউফ। এর আগে শুক্রবার দুপচাঁচিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন জন হলেন, চেঙ্গা গ্রামের তারেক (২১) ও মোক্তার হোসেন (২১) এবং আদমদীঘির মুরইলের মাহবুব হোসেন (৩০)। এদের মধ্যে তারেক নিহতের আপন ভাই ।

সংবাদ সম্মেলনে বলা হয়, মাহবুব, মোক্তার ও তারেক একসাথে উপজেলার বিভিন্ন চুরি ছিনতাই ও মাদক সেবন করে বেড়াতেন। এসব বিষয় জানতো তারেকের ভাই মালেক। সে তার ভাই তারেককে এসব অপরাধ না করার জন্য নিষেধ করতো এবং বিষয়টি পুলিশকে জানানো ভয় দেখিয়েছিল। এর ধারাবাহিকতায় হত্যার তিন থেকে চারদিন আগে তারেককে মারধর করে মালেক। এর জেরে তারেক ও অন্যরা মালেককে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে ধানখেতে শ্বাসরোধ করে মালেককে হত্যা করে অভিযুক্ত তিন জন।

সিনিয়র এএসপি নাজরান রউফ বলেন, রাতে মালেক ও মোক্তার একসাথে কাজ শেষে ফিরছিল। তার কথাবার্তা সন্দেহমূলক হওয়ায় জিজ্ঞাসাবাদের পর ঘটনাটি বের হয়। পরে অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি স্বীকারও করে। সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তারদের আদালতে চালান করেছে পুলিশ।

বগুড়ার দুপচাঁচিয়া চেঙ্গা মহল্লা বাড়ির পাশের ধান খেত থেকে শুক্রবার সকালে মালেক সরদার নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মালেক দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের একটি মুরগী দোকানের কর্মচারী ছিল। মরদেহ উদ্ধারের পর নিহত মালেকের মা তারা বানু জানিয়েছিলেন, মালেক প্রতিদিনই ঠিক সময়েই দোকান থেকে বাড়িতে ফিরতো।

বৃহস্পতিবার রাতে সে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করা হয়। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের ধান ক্ষেতে মালেকের মরদেহ দেখতে পান তিনি।

Check Also

চাঁদাবাজ-ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ

শেরপুর নিউজ ডেস্ক: সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − one =

Contact Us