শেরপুর নিউজ ডেস্কঃ সরকারি নির্দেশ অমান্য করে পাঠদান পরিচালনা করায় ছয় প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ মে) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা, সেউজগাড়ী এবং উপশহর এলাকায় অভিযানে এসব সিলগালা করা হয়। একই সাথে আরও তিন শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেন আদালত। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এসময় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা।
তিনি জানান, এসএসসি পরীক্ষা উপলক্ষে সারাদেশে সব ধরণের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। তারপরেও কিছু কোচিং সেন্টার সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করে আসছিল। পরে শহরের জলেশ্বরীতলা, সেউজগাড়ী এবং উপশহর এলাকায় অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠান সাময়িক সিলগালা এবং আরও তিন প্রতিষ্ঠানে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, কিছু কোচিং সেন্টার অফিস খোলা রাখায় সেটিও বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।