আব্দুল মজিদ কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রায় জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস -২০২৩ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পালিত হলো।
২ মে (মঙ্গলবার) দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুলের পরিচালনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্ৰহণ করেন, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, কমিউনিটি ক্লিনিকের সিএসসিপিগণ। স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কর্তন করা হয়। দিবসের আলোকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্ন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন করা হয়েছে।
জানা গেছে, ১৯৭১ সালের ২ মে কলকাতার ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে – বাংলাদেশ সরকারের (মুজিব নগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়। স্বাধীনতা যুদ্ধকালীন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শ্বরনার্থী শিবিরে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশ গ্ৰহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। স্বাধীনতা সংগ্রামের স্মৃতিকে চির অম্লান ও স্বরনীয় করে রাখতে ২০২২ সাল থেকে ২ মে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” হিসেবে পালনের নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়।