কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ২৩ মে কাহালু থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব সফল করার লক্ষে সার্বিক করণীয় বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) বিকেলে কাহালু থিয়েটারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ (লালু), বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কাহালু থিয়েটারের সাধারণ সম্পাদক শাহাজাদ আলী বাদশা ও সভা পরিচালনা করেন কাহালু থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন।
আগামী ২২, ২৩ ও ২৪ মে কাহালু থিয়েটারের আয়োজনে তিন দিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব সফল করার লক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও কাহালু থানা পুলিশের সাথে এই মতবিনিময় করা হয়।
এই উৎসবে পশ্চিমবঙ্গের চারটি নাট্যদল ও কাহালু থিয়েটারসহ স্থানীয় দুটি দুটি সংগঠন নাটক মঞ্চায়ণ করবে।