সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / গাবতলী / বগুড়ার গাবতলী উপজেলা সর্বোচ্চ আর্সেনিক ঝুঁকিতে

বগুড়ার গাবতলী উপজেলা সর্বোচ্চ আর্সেনিক ঝুঁকিতে

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ায় আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৪ উপজেলার মধ্যে গাবতলী উপজেলার অবস্থা ভয়াবহ। সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে এই উপজেলা। এই উপজেলায় আর্সেনিকযুক্ত নলকূপের হার ৪ শতাংশ। অন্য তিন উপজেলার মধ্যে শিবগঞ্জে ৩ শতাংশ, সারিয়াকান্দিতে ২ দশমিক ১৩ শতাংশ এবং ধুনট উপজেলার ১ শতাংশ নলকূপে আর্সেনিক পাওয়া গেছে।

পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার ওই চার উপজেলার ১ লাখ ১৭ হাজার ৫শ নলকূপের পানি পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে। প্রায় দুই বছর আগে নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষার জন্য দ্বিতীয়ধাপে দেশের ৫৪ টি জেলার বিভিন্ন উপজেলায় নলকূপের পাতিতে আর্সেনিক আছে কিনা তা জানার জন্য পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প গ্রহণ করে।

বগুড়ায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বগুড়ার ৪ উপজেলায় এই প্রকল্পের কাজ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার তথ্য অনুযায়ী শিবগঞ্জ, ধুনট, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় আর্সেনিকের উপর জরিপ কার্যক্রম চালানো হয়। এই চার উপজেলার মধ্যে ভয়াবহ ঝুঁকিতে রয়েছে গাবতলী উপজেলা। এই উজেলায় ৪ শতাংশ নলকূপের পানিতে আর্সেনিকের ভয়াবহ মাত্রা শনাক্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী গাবতলীর ১২ টি ইউনিয়নে ৭২ জন টেস্টারের মাধ্যমে ৩০ হাজার নলকূপের পানি পরীক্ষা করা হয়।

এর মধ্যে ১ হাজার ১৯৮ টি আর্সেনিকযুক্ত নলকূপ পাওয়া গেছে। এগুলো লাল রং করে ওই নলকূপের পানি ব্যবহার না করতে জনসাধারণকে বলা হয়েছে। ধুনট উপজেলার ১০ টি ইউনিয়নে ৬০ জন টেস্টার ২৫ হাজার নলকূপ পরীক্ষা করে ২৪৬ টিতে আর্সেনিকের উচ্চমাত্রা পাওয়া গেছে। এর হার হচ্ছে ১ শতাংশ। অন্যদিকে সারিয়াকান্দির ১৩ টি ইউনিয়নে ৭৮ জন টেস্টার ৩২ হাজার ৫শ’ নলকূপ পরীক্ষা করে ৬৯৩ টিতে আর্সেনিকের উচ্চমাত্রা পেয়েছে, যা মোট নলকূপের ২ দশমিক ১৩ শতাংশ।

অন্য উপজেলা শিবগঞ্জের ১২ ইউনিয়নে ৭২ জন টেস্টার ৩০ হাজার নলকূপের পানি পরীক্ষা করে ৯১৮টিতে উচ্চ মাত্রার আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। উচ্চমাত্রার আর্সেনিকের কারণে ওই সব নলকূপ লাল রং করে দেওয়া হয়েছে। শিবগঞ্জে এর হার ৩ শতাংশ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ জানান, যে সব এলাকার নলকূপে আর্সেনিকের মাত্রা বেশি পাওয়া গেছে সেই সব এলাকায় বিকল্প ব্যবস্থা ওনওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

অনেকটা সমবায় পদ্ধতিতে আর্সেনিক নাই এমনস্থানে সাবমার্সিবল পাম্প বসিয়ে ৩ হাজার লিটার পানির ট্যাংকের মাধ্যমে একটি এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করা যায় কিনা তা ভাবা হচ্ছে। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যেগে পানির সংকট নিরশনে তারা পাম্প বসিয়ে দেওয়া হচ্ছে। প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে ২ বছর ধরে এই ৪ উপজেলার পানি পরীক্ষা করা হয়েছে।

Check Also

বগুড়ায় এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বগুড়া জেলার তিন উপজেলা পরিষদের নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + nine =

Contact Us