সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / কঙ্গোতে বন্যায় নিহত ১৭৬

কঙ্গোতে বন্যায় নিহত ১৭৬

শেরপুর নিউজ ডেস্কঃ মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে ভারি বর্ষণে আকস্মিক বন্যায় অন্তত ১৭৬ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন বলেছেন, সেখানে ২২৭টি মরদেহ পাওয়া গেছে। খবর আলজাজিরার

বন্যায় মৃতের সংখ্যা ১৭৬ জন বলে জানিয়ে সাউথ কিভু প্রদেশের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার প্রদেশটিতে ভারী বৃষ্টিপাতের ফলে একটি নদীর পানি উপচে পড়ে এবং বুশুশু ও নিয়ামুকুবি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

সাউথ কিভুর গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি বলেন, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন বলেন, মানুষ খোলা জায়গায় ঘুমাচ্ছে। স্কুল ও হাসপাতাল বন্যার পানিতে ভেসে গেছে।

Check Also

রাসুল (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা দিল সৌদি

শেরপুর নিউজ ডেস্ক: রাসুল (সা.)-এর রওজা জিয়ারতের স্বপ্ন লালন করেন বিশ্বের সকল মুসলমান। তবে রওজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =

Contact Us