সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্টগ্রাম / নাট্যকার, লেখক ও গবেষক আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান ও নাটক প্রর্দশন

নাট্যকার, লেখক ও গবেষক আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান ও নাটক প্রর্দশন

শেরপুর নিউজ ডেস্ক: সারগাম সংগীত পরিষদের আয়োজনে বিশিষ্ট নাট্যকার, লেখক ও গবেষক প্রয়াত আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান শুক্রবার (৫ মে) বিকালে চট্টগ্রাম সিটির পূর্ব ফিরোজ শাহ কলোনি প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইলিয়াস খান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক মুছি উদ-দৌলা, মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, দেওয়ান মাকসুদ ও শাহজাহান, সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, সারগাম সংগীত পরিষদের উপদেষ্টা উত্তম কুমার দত্ত, নাট্যাধারের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল যাত্রা, উত্তরাধীকারের দল প্রধান অসিত দাশ পুলক, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, শ্রমিক নেতা মিয়া মোহাম্মদ হাবীবউল্লাহ, সংস্কৃতি কর্মি জাহাঙ্গীর দীপু।

অনুষ্ঠানে অতিথিরা নাট্যকার ও লেখক আহাম্মদ কবীরের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

স্মরণানুষ্ঠানের পর বীজন নাট্য গোষ্ঠীর পরিবেশনায় আহাম্মদ কবীরের রচনায় ও মোশারফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ করা হয়। নাটকটিতে অভিনয় করেন সায়েম উদ্দিন, আব্দুল মান্নান, রহিমা আক্তার প্রমা, জায়নাল আবেদিন। এর পর নাট্যাধারের পরিবেশনায় প্রদীপ দেওয়ানজীর রচনায় ও আহাম্মদ কবীরের কথা ও সুরে মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় গীতি আলেখ্যা ‘বদ্ধভূমি’ মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সারগাম সংগীত পরিষদের পরিচালক ও সংগীতশিল্পী আব্দুল হালিম ও সঞ্চালনা করেন নাট্যকর্মি শাহরিয়ার হান্নান।

Check Also

আসছে দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’

শেরপুর নিউজ ডেস্ক: সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + ten =

Contact Us