সর্বশেষ সংবাদ
Home / উন্নয়ন / পণ্যের আরেক চালান মোংলা বন্দরে

পণ্যের আরেক চালান মোংলা বন্দরে

শেরপুর নিউজ ডেস্কঃ পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি আনকা সান’ নামে একটি বিদেশি জাহাজ। গতকাল দুপুর দেড়টায় বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বাণিজ্যিক ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রতিষ্ঠানের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার জানান, ‘গত ৩ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ টন পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এ পণ্য আনা হয়েছে। বাণিজ্যিক জাহাজ থেকে এই মালামাল ২৪ ঘণ্টার মধ্যে মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানান সাধন কুমার। এর পর সড়ক পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

এর আগে, গত ২৫ এপ্রিল ২ হাজার ৫২২ টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে আসে রুশ পতাকাবাহী জাহাজ ‘এমভি ইয়ামাল ওরল্যান জাহাজ’।

Check Also

আবারো খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

শেরপুর নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =

Contact Us