সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ভারতে পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের প্রাণহানি

ভারতে পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের প্রাণহানি

শেরপুর নিউজ ডেস্কঃ ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৭ মে) সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন। আরোহীদের মধ্যে অধিকাংশই শিশু।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান, যিনি পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানের সমন্বয় করছেন, তিনি বলেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনেরও বেশি লোক মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু। তারা চলমান স্কুল ছুটির মধ্যে ভ্রমণে এসেছিল।

ক্রীড়ামন্ত্রী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।’

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

Check Also

রাখাইন রাজ্য হারানোর পথে মিয়ানমারের জান্তা বাহিনী?

শেরপুর নিউজ ডেস্ক: রাখাইনে মিয়ানমার জান্তা বাহিনী আরও চার শহর হারানোর পথে বলে দাবি করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =

Contact Us