শেরপুর ডেস্ক : বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে ময়না খাতুন (২২) এক গৃহবধু আত্মহত্যা করেছে।
সোমবার বিকালে উপজেলার ইউনিয়নের আড়িয়া বামুনিয়া মন্ডলপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ময়না খাতুন একই গ্রামের দ্বিতীয় স্বামী নুর আলমকে নিয়ে বসবাস করতেন।
এর আগে মাসুদ রানা নামে এক ব্যক্তির সঙ্গে ময়না খাতুন ১ম বিবাহ হয়েছিল। ওই ঘরের বনাবনি হওয়ায় আরেকটি বিয়ে করেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, ময়না খাতুন এর আগে অন্যত্র বিবাহ হয়েছিল। সে পক্ষে তার ২ সন্তান ও আছে। দ্বিতীয় বিয়ের পর থেকেই ময়না খাতুন সাথে তাঁর দ্বিতীয় স্বামী নুর আলম বনিবনা হতো না। আজ হঠাৎ করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার স্বামী নুর আলম সহ পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করায়। পরে সেখানে সে মারা যায়।
শাজাহানপুর থানার এস আই আরিফ হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে ।প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’