শেরপুর নিউজ: বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হাসান হত্যার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) রাতেই নিহত নাহিদের বাবা ঝন্টু ব্যাপারি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা স্টেডিয়াম ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর হরিদাস মন্ডল বলেন মামলায় রতন, রবিন রনিসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নাহিদের বাবা। আসামীদের সনাক্ত করে গেছে। তবে আজ সকাল দশটা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরো বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে এলাকায় অধিপত্য বিস্তার ও সুদের টাকা লেনদেন কে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। উল্লেখ্য ৯ মে রাত সাড়ে আটটার দিকে শহরের মালগ্রাম উত্তরপাড়ায় ডাব তোলার কাছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাহিদকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।