Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে গত ১০মে বুধবার বেলা ১১টায় এলএসডি চত্বরে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন কবেন,কাহালু-নন্দীগ্রাম বগুড়া-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

ওই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ আশরাফ মামুন,নন্দীগ্রাম থানার এসআই তারিকুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাজেদুল ইসলাম, ওসি এলএসডি সারমিন আক্তার, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোঃ বদরুদ্দোজা তৌফিক, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন প্রমূখ।

সরকার এ বছর সরাসরি কৃষকের কাছ থেকে কৃষি আপসসের মাধ্যমে ৪৪টাকা কেজি দরে ২৭৫৩ মেট্রিক টন চাল ও ৩০টাকা কেজি দরে ১৪৫০ মেট্রিক টন ধান সংগ্রহ করবে।

Check Also

নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ দলীয় নেতা কর্মীদের সু-সংগঠিত করার লক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =

Contact Us