শেরপুর নিউজঃ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে আর কোন জটিলতা থাকছেনা। আগামী ২২ মে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১(২০০১ সালের ৪২ নং আইন ) এর ধারা ১ এর উপধারা(২) এ প্রদপ্ত ক্ষমতাবলে সরকার আগামী ২২ মে তারিখে কার্যকর করার তারিখ নির্ধারণ করেছে। আজ বুধবার (১০ মে) সরকারের এক প্রজ্ঞাপনে এটি জানান হয়েছে। সরকারের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রাজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এটি জারি করেন।
দুই দশকের বেশি আগে বগুড়ায় ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনকল্পে আইন প্রনয়ণ করা হলেও এতদিন কোন অগ্রগতি হয়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার বগুড়ায় ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প’ আলোর মুখ দেখছে।