সর্বশেষ সংবাদ
Home / পরিবেশ প্রকৃতি / বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

শেরপুর নিউজঃ বগুড়ায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (১০ মে) বেলা তিনটার দিকে ৪০ ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। অত্যধিক গরমে শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সের রোগী বাড়ছে হাসপাতাগুলোতে।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘বগুড়ায় বুধবার ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত ৮ মে জেলায় সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।’

তিনি আরও বলেন, ‘আগামী দুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা কমতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

Check Also

ইউক্যালিপটাস, আকাশমণি গাছ রোপণ বন্ধে নির্দেশনা

শেরপুর নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =

Contact Us