শেরপুর নিউজঃ বগুড়ায় আব্দুর রাজ্জাক নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১০ মে) রাত ৯টার দিকে সদরের নামুজা ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত রাজ্জাক ওই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় হাটগুলোতে গরু কেনা-বেচা করতেন।
নামুজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রাজ্জাক হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন।
নামুজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আব্দুর রাজ্জাক স্থানীয় চৌমুহনী বাজারে গিয়েছিলেন। তবে তিনি গরু নিয়ে হাটে গিয়েছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ৯টার দিকে বাড়ি থেকে ১০০ মিটার দূরে শাহ্পাড়া এলাকায় পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
নামুজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি, আব্দুর রাজ্জাক হাটে কোনো এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা গুনে দিয়েছিলেন। সেটা দেখে দুর্বৃত্তরা মনে করেছিল টাকাগুলো রাজ্জাকের এবং সেগুলো হয়তো সে নিজের কাছেই রেখেছে। ধারণা করা সেই টাকাগুলো ছিনিয়ে নিতেই হয়তো তাকে হত্যা করা হয়েছে।’
নিহতের ছেলে আতিকুল ইসলাম শুভ বলেন, ‘সন্ধ্যায় আমার বাবা নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে সেখানেই স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে আড়াই লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র দেড়শ গজ দূরে আসতেই দুবৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার কাছে থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যান।’
বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর নূর জাহিদ সরকার জানান, ঘটনাস্থলে পৌঁছালে বিস্তারিত বলতে পরব।