সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ঢাকায় মরিশাসের রাষ্ট্রপতি

ঢাকায় মরিশাসের রাষ্ট্রপতি

শেরপুর ডেস্কঃ মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে পৃথ্বীরাজ সিংকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পৃথ্বিরাজ সিং রূপন ১৪ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবেন। সফরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সফরের প্রথম দিন বিকেল ৩টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন পৃথ্বীরাজ সিং। এরপর বঙ্গবন্ধু স্মৃতি ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় দিনে তিনি ঢাকেশ্বরী মন্দির এবং আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘরও পরিদর্শন করবেন। আর তৃতীয় দিন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ১৪ মে (রোববার) সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

 

Check Also

২১ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬১০ কোটি টাকা

শেরপুর নিউজ ডেস্ক: রেমিট্যান্স বা প্রবাসী আয়ে গত মাস আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সেপ্টেম্বরেও। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eight =

Contact Us