শেরপুর নিউজ ডেস্ক: ১১ মে ২০২৩ মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় মনিরামবাড়ি,পৌরসভা এলাকায় জিংক সমৃদ্ধ ব্রি-১০০ ধানের কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
মা ও শিশুসহ পরিবারের সকলের পুষ্টির চাহিদা পূরণ ও শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এর সহযোগিতায় মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই বোরো মৌসুমে ১৩৪ জন কৃষক এর মাঝে জিংক সমৃদ্ধ ব্রি-১০০ ধানের বীজ বিতরণ করেছিল। এর ধারাবাহিতকতায় বিভিন্ন স্থানে ফসল কাটা উদ্বোধন ও কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এর প্রতিনিধি হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তা, জনাব এনামুল হক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়াও পৌরসভা ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের নির্বাচিত প্রতিনিধি জনাব মমতাজ বেগম ও মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিভিন্ন কর্মকর্তা, স্পন্সর শিশুদের পরিবারবর্গ, ইউএনডিসি প্রতিনিধি, ধর্মীয় নেতৃত্ববৃন্দ ও মাঠকর্মীগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।