সর্বশেষ সংবাদ
Home / উন্নয়ন / বাংলাদেশ আন্তর্জাতিক এভিয়েশন হাব হবে : পর্যটন প্রতিমন্ত্রী

বাংলাদেশ আন্তর্জাতিক এভিয়েশন হাব হবে : পর্যটন প্রতিমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, হযরত শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর বিমানবন্দরের চিত্র পুরো পাল্টে যাবে। যাত্রীদের সব সেবার জন্য এখানে আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। এসব সার্ভিস চালু হলে বিমানবন্দরে যাত্রী হয়রানি শূন্যের কোটায় নেমে আসবে। এর মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত হবে। গতকাল বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। সভাপতিত্ব করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিমানসেবা আরও সহজতর ও উন্নত করতে চেষ্টা অব্যাহত রয়েছে, যা দৃশ্যমান। ক্রমেই এ দেশের পর্যটন ও বিমান খাতের ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, দ্রুত বদলে যাচ্ছে এ খাতের চিত্র। আমার বিশ্বাস এ শিল্প ২০২৪ সালে উন্নত বাংলাদেশ, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেক্সট জেনারেশন অব এভিয়েশন প্রফেশনালস’ শিক্ষাবৃত্তি হিসেবে ছয়জন নারী শিক্ষানবিশ পাইলটের হাতে শিক্ষাবৃত্তির ৩ লাখ টাকা করে চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বেবিচকের তিনটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

Check Also

নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে সম্মত হয়েছে ভারত ও নেপাল। ফলে ভারত হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Contact Us