Home / দেশের খবর / প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শেরপুর নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক টুই‌ট বার্তায় জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ কর‌ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অভিবাদন ও উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিয়ে‌ছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নেতাদের দিকনির্দেশনা ও দর্শন ভারত-বাংলাদেশ মৈত্রীকে শক্তিশালী করে চলেছে।

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দি‌তে এদিন বিকেলে ঢাকায় আসেন জয়শঙ্কর। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। ঢাকায় অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন জয়শঙ্কর।

Check Also

বায়তুল মোকাররমে দুই পক্ষের হাতাহাতি

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পুরনো ও নতুন খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − four =

Contact Us