সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / তত্ত্বাবধায়ক সরকারে আন্তর্জাতিক সায় নেই

তত্ত্বাবধায়ক সরকারে আন্তর্জাতিক সায় নেই

শেরপুর নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি অনড়। তাদের এ দাবির প্রতি সমমনা ক’টি ছোট দলেরও সমর্থন রয়েছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের মিত্ররা সংবিধান অনুসারে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বিএনপি বিদেশীদের কাছে দেনদরবার অব্যাহত রাখলেও তাদের দাবির পক্ষে আন্তর্জাতিক সমর্থন নেই। এখনো পর্যন্ত কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার সমর্থনে কথা বলেনি। তবে তারা সবাই সুষ্ঠু ভোটের পক্ষে। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (ইসির) চ্যালেঞ্জ শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট। এ লক্ষ্য অর্জনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত একবছর ধরে রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। সেই সঙ্গে এই দাবির পক্ষে সমর্থন আদায় করতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং প্রভাবশালী বিভিন্ন দেশের ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে। পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি চালাচালি করছেন দলের সিনিয়র নেতারা। কিন্তু কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় করা যায়নি। যে কারণে দলের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা অন্য একটি দেশের সংবিধানের বিরুদ্ধে যায় এমন কোনো পরামর্শ বা প্রস্তাব দিতে পারে না। তাই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্তর্জাতি অঙ্গনের সমর্থন পেতে অনেক দেনদরবার করলেও সে দাবির পক্ষে কারও সমর্থন আদায় করতে পারেনি। বরং আন্তর্জাতিক অঙ্গন থেকে বিএনপিকে বিকল্প ভাবার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক অঙ্গন থেকে সরকার ও ইসিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে। আর নির্বাচন কমিশনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ গ্রহণ করে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি নিয়েছে।

সূত্র জানায়, বিএনপি মনে করে, বর্তমান পরিস্থিতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ ছাড়া দেশের বিদ্যমান ব্যবস্থায় দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে তারা সুবিধা করতে পারবে না। এ জন্য তারা ছোট ছোট কিছু রাজনৈতিক দলগুলোকে নিয়ে তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে। আন্দোলনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মহলের সঙ্গে তারা ধারাবাহিকভাবে দেন-দরবার চালিয়ে যাচ্ছে। অবশ্য এর আগেই বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে চিঠি চালাচালি করা হয়।

এ পরিস্থিতিতে আওয়ামী লীগ তাদের মিত্রদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে। তারা সকল দলের অংশগ্রহণে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার চেষ্টাও করছে। এ কারণে ১৪ দলীয় জোটের সকল শরিক দল, আগে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটে থাকা ক’টি দলসহ বেশ ক’টি ইসলামী দল, জাতীয় পার্টি এবং ক’টি বাম দলসহ অনেক রাজনৈতিক দলই এখন নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। অপরদিকে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ৭ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ থেকে একটি দল ইতোমধ্যেই আওয়ামী লীগের সঙ্গে তলে তলে যোগাযোগ করছে। এ কারণে, বিএনপির আন্দোলন ও কূটনৈতিক তৎপরতায়ও এখন ভাটা পড়েছে।

বিএনপির শীর্ষ নেতারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন দেবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা বিএনপির এ দাবি সমর্থন করেনি। তবে তারা সবাই সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলেছে। এ জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি চাপও অব্যাহত রেখেছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের পর বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন ও সহযোগিতার মনোভাব আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের এ তিনটি দেশের সরকার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে। তারা শেখ হাসিনা সরকারের সঙ্গে সহযোগিতা আরও প্রসার করার কথাও জোরেশোরে বলেছে। তবে তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর এ সফরকালে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও বর্তমান সরকারের আমলে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধি করার আশ্বাস দেয়া হয়। এ পরিস্থিতিতে দেশ-বিদেশের আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পক্ষে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পৌনে আট মাস আগে বর্তমান সরকারের জন্য শুভ সংবাদ বয়ে এনেছে।
সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এখন পশ্চিমা দেশগুলো মনে করছে, তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচন কমিশন শক্তিশালী অবস্থানে থেকে নিরপেক্ষ থেকে প্রশাসনকে দায়িত্বশীল করার মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করে তাহলে তা সম্ভব। এ জন্য পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নির্বাচন কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেছে। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক পাঠানোর কথাও বলা হয়েছে। এ বিষয়টি তারা বিএনপিকে জানিয়ে দিয়েছে। যদিও বিএনপি আশা করেছিল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন জানাবে। কিন্তু দেশগুলো সংবিধানের বাইরে গিয়ে সরকার বা নির্বাচন কমিশনকে কোনো পরামর্শ দিতে পারে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন না পাওয়ায় বিএনপির আশার গুড়ে বালি পড়ে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

অতিসম্প্রতি ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা মধ্যস্থতা নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় ইইউ। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাইয়ে নির্বাচনী পরিবেশ দেখতে ইইউ’র একটি প্রতিনিধি দল ঢাকা আসবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউরোপের ৮ দেশের রাষ্ট্রদূত।
এক প্রশ্নের জবাবে হোয়াইটলি জানান, তারা বাংলাদেশের রাজনীতিতে মধ্যস্থতা বা হস্তক্ষেপ করবেন না। তবে পরিস্থিতি বোঝার জন্য তারা সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করছেন এবং তাদের কথা শুনছেন। এর ধারাবাহিকতায় বিএনপির সঙ্গেও আলোচনা চলছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের জনগণের মতো ইউরোপীয় ইউনিয়নও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তিনি বলেন, জুলাই মাসে ইইউ পর্যবেক্ষক দল এসে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করবে। তার ভিত্তিতে নির্ধারণ হবে জাতীয় নির্বাচনের সময় পর্যবেক্ষক দল পাঠাবে কি না ইইউ।
এর আগে জাপান দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের দেশ কোনো কথা বলবে না। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমি অবশ্যই কোনো মন্তব্য করব না।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের আগে ১০ এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এমন কোনো কথা বলেননি। তবে তিনি বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন অ্যান্টনি ব্লিঙ্কেনকে জানান, আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। এ ব্যাপারে আপনারাও আমাদের সহযোগিতা করুন, যাতে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে পারি। এমন নির্বাচন করার জন্য আমরা ছবি সংবলিত আইডি কার্ড তৈরি করেছি, যাতে জাল ভোট না হয়। আমরা স্বচ্ছ ব্যালট বাক্সও তৈরি করেছি। এ ছাড়া আমাদের স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। আমরা আশা করছি, এই নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। আমরা এ নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক চাই।

Check Also

জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

শেরপুর নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ঘোষিত এক দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =

Contact Us