শেরপুর নিউজঃ ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে বগুড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১০ টায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং নার্সিং ও মিডওয়াইফারি কলেজের আয়োজনে দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর হাসিনা মমতাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া ডক্টরস এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, রাগেবুল আহসান রিপুর স্ত্রী জোবাইদা আহসান জবা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়সনের সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল, মোহাম্মদ আলী হাসপাতালের সদ্য বিদায়ী তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিক আমীন কাজল, ডা. একেএম খায়রুল বাশার মোমিন, হাসপাতাল তত্ত্বাবধায়ক মোছা. ফিরোজা বেগম, সাপ্তাহিক সূর্য্যতোরণ পত্রিকার সম্পাদক তাহমিনা পারভীন শ্যামলীসহ আরও অনেকে।
এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিকেলে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।