সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাজেট অধিবেশন শুরু ৩১ মে

বাজেট অধিবেশন শুরু ৩১ মে

শেরপুর নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন বসছে আগামী ৩১ মে। এই অধিবেশনেই ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। সংষদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার ওই অধিবেশন আহ্বান করেছেন।

৩১ মে বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর তার ওপর দীর্ঘ আলোচনা করেন সংসদ সদস্যরা।

আগামী ১ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দুই বছরের করোনা মহামারির ধকল কাটতে না কাটতেই এক বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বিশ্ব অর্থনীতির অস্থিরতার মধ্যেই পৌনে আট লাখ কোটি টাকার বিশাল বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী।

বৈশ্বিক সংকট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। একদিকে স্বস্তি দিতে গিয়ে অন্যদিকে টান পড়ছে।

প্রতি মুহূর্তে খেয়াল রাখতে হচ্ছে আইএমএফের শর্ত, যেন কোনো অবস্থাতেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের বাকি কিস্তিগুলো আটকে না যায়।

অন্যদিকে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে অর্থনীতির সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সূচক মূল্যস্ফীতির পারদ চড়ছে। যেকোনো মুহূর্তে দুই অঙ্কের ঘর (ডাবল ডিজিট) ছাড়িয়ে যেতে পারে।

Check Also

চট্টগ্রামে চিন্ময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 14 =

Contact Us