শেরপুর নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ। ইকনোমি স্মার্ট হবে, জনগণ যখন ডিজিটালের সুবিধা পাবেন। তখন যেটা হবে সেটাই স্মার্ট বাংলাদেশ।’
জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর নিয়ে সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না। পুরো বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। দেশের কাজ যত ভালই হোক কোনকিছু তারা দেখতে পায় না। এটা তাদের হীনমন্যতা। হয় তাদের জ্ঞানের অভাব, অথবা তাদের দুরভিসন্ধি। রাজনীতি যখন করি, এগুলো থাকবেই। ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে যখন বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে এলাম। অতি দরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছি।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা করেছি। ডিজিটালাইজ করার যতকিছু দরকার, করে দিচ্ছি। জেলায় জেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহামারির সময় পোশাক শ্রমিকদের টাকা দিয়েছি, কোনো মালিকের হাতে টাকা দেইনি। শ্রমিকের এনআইডি ও মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। আমাদের অর্থনীতি পুরো ডিজিটাল হবে। এখন অনলাইনে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা হচ্ছে। আমাদের যে আট হাজার পোস্ট অফিস, প্রতিটিকে ডিজিটাল করে দেওয়া হয়েছে। ইকনোমি স্মার্ট হবে, জনগণ যখন ডিজিটালের সুবিধা পাবেন। তখন যেটা হবে সেটাই স্মার্ট বাংলাদেশ। আমাদের আগামী নির্বাচনের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ। এখনই বলে দিলাম।’