শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ফুট ওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৫ মে) বিকাল ৫ টার দিকে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার মোকামতলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় মোকামতলা বাজারের চৌমাথা এলাকায় ফুট ওভারব্রিজ নির্মানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন এলাকাবাসী।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় ও সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সবুজ, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান,মোকামতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব মন্ডল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মারুফ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মোকামতলা বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক জায়গা। এই বাজার সংলগ্ন মহসড়কের দুই পাশে উল্লেখ যোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক দলের কার্যালয়,হাটবাজার সহ আবাসিক এলাকা রয়েছে। প্রয়োজনের তাগিদে প্রতিদিন হাজার হাজার মানুষ মোকামতলা বাজারের চৌমাথা এলাকাস্থ বগুড়া-রংপুর মহাসড়ক পায়ে হেটে পার হোন। কিন্তু মহাসড়কটি ফোর লেনে উন্নীত করার সময় জনগুরুত্বপূর্ণ চৌমাথা এলাকা পারাপারের জন্য কোন ফুট ওভার ব্রিজ নির্মান করা হয়নি। পারাপারের জন্য চৌমাথা থেকে প্রায় ৬০০ মিটার উত্তরে আন্ডার পাস নির্মান করা হয়েছে। ঐ আন্ডার পাস্ দূরে অবস্থিত হওয়ায় লোকজন ঝুঁকি নিয়ে চৌমাথা এলাকা দিয়েই মহাসড়ক পারাপার হচ্ছে। তাই, চৌমাথায় ফুট ওভার নির্মান এখন সময়ের দাবি।
এসময় উপস্থিত ছিলেন নিসচা সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, বগুড়া জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, দুর্ঘটনা অনুষ্ঠান বিষয় সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহাগ আহমেদ, কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ, মোকামতলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলে এলাহী মিলন, আব্দুর রহিম, মিজানুর রহমান, সেলিম, তাহেরা জামান লিপি, শাকিল আহমেদ ও ফারুক আহমেদ।