শেরপুর নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে প্রতিনিধিত্বশীল কোনো দলের কেউ যদি নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে তাঁকে বা তাঁদের ওই সরকারে নিতে অসুবিধা নেই। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নির্বাচনী সরকারে সংসদের দলগুলো থাকতে পারেপ্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলন ডাকেন। প্রায় দেড় ঘণ্টার সংবাদ সম্মেলনে সফরের বিষয়াদির পাশাপাশি দেশের রাজনীতি, উন্নয়নসহ নানা বিষয় উঠে আসে।
নির্বাচনকালীন সরকারে বিএনপিকে ডাকার সম্ভাবনার কথা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি। ব্রিটেনে কিভাবে নির্বাচন হয়, আমরা সেভাবেই করব। আমরা এটুকু উদারতা দেখাতে পারি, পার্লামেন্টে যেসব দল আছে তাদের সংসদ সদস্যদের মধ্যে কেউ যদি নির্বাচনকালীন সরকারে আসার ইচ্ছা প্রকাশ করেন, আমরা নিতে রাজি আছি। এই উদারতা আমরা আগেও দেখিয়েছি। এমনকি ২০১৪ সালে তো আমি খালেদা জিয়াকেও আহ্বান করেছিলাম; কিন্তু তাঁরা তো আসেননি। আর এখন তো তাঁরা নেইও পার্লামেন্টে। কাজেই ওইটা নিয়ে চিন্তারও কিছু নেই।’
জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্প ধারা বাংলাদেশ, গণফোরাম, জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ তরীকত ফেডারেশন রয়েছে। এর বাইরে চারজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। গত সংসদ নির্বাচনে বিএনপির মোট আটজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন; এর মধ্যে একজন শপথ নেননি। বাকি সাতজন পরে পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নির্বাচন করব এবং এর কারণ, আমি কভিড-১৯-এর কারণে ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত করার সম্পূর্ণ প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে পারিনি এবং সেই কারণেই আমার ইচ্ছা ২০২৬ সালের মধ্যে এটি করতে চাই।’
আন্দোলন করুক, মানুষ পোড়ালে ছাড়ব না : বিএনপির আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘কিছু লোক আছে আন্দোলন করেই যাচ্ছে। সরকার হটাবে। আমরা তো তাদের কিছু বলছি না। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমাদের কি (মাঠে) নামতে দিয়েছে? গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলন করুক কোনো আপত্তি নেই; কিন্তু জ্বালাও-পোড়াও যদি করতে চায়, কোনো মানুষকে যদি আবারও পোড়ায়, তাদের ছাড়ব না। মানুষের ক্ষতি আর করতে দেব না।’
শেখ হাসিনা বলেন, ‘কাদের মদদে করছে, সেটা একটু খোঁজ নেন। এত টাকা কোথা থেকে আসে? প্রতিদিন মাইক লাগিয়ে বক্তৃতা দিচ্ছে, সেটা তো আর বিনা পয়সায় হচ্ছে না। তাদের তো রেকর্ড রাখি। কত টাকা লাগবে, কত লোক আসবে, কতজন মোটরসাইকেলে আসবে সেসব হিসাব তো আছে।’
নির্বাচন নিয়ে চাপ আছে কি না—এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন আসছে, ভয় পাব? কেন ভয় পাব? জনগণের জন্য কাজ করেছি। জনগণ যদি ভোট দেয় তাহলে আছি, না দিলে নেই। থাকে লক্ষ্মী, যায় বালাই!’
যুক্তরাজ্য সফরকালে একটি হোটেলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সময়ে বাইরে বিক্ষোভ জানাচ্ছিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। তাঁদের হোটেলে এসে কথা বলার জন্য ডেকেছিলেন প্রধানমন্ত্রী। গতকাল সেই প্রসঙ্গটি মনে করিয়ে দিয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশেও আন্দোলনকারীদের আলোচনায় ডাকা হবে কি না?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আলোচনায় কিসের জন্য ডাকতে যাব? তাদের ডিমান্ডই তো ঠিক নেই। যুক্তরাজ্যে যারা ছিল তখন বৃষ্টি নেমেছিল। আমি ভাবলাম, তারা প্রবাসী, বৃষ্টিতে ভিজবে তার চেয়ে তাদের ডাকি, কী বলতে চায় শুনি। এখন ঢাকায় বা বাংলাদেশে যারা, তাদের যদি বৃষ্টিতে ভেজা শখের মধ্যে থাকে তারা থাকুক।’
যুক্তরাষ্ট্র সফরের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে পদ্মা বহুমুখী সেতুর একটি পেইন্টিং তুলে দেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পেইন্টিংটা আমরা এ জন্য নিয়ে গেছি যে আমাদের দেশে যে খুব ভালো পেইন্টার আছেন, তাঁরা খুব চমৎকার পেইন্টিং করতে পারেন, সেটা জানানোর জন্য। বিশ্বের কারো যদি পেইন্টিং প্রয়োজন হয়, আমাদের কাছে চাইতে পারবেন। আর পেইন্টিংয়ের বিষয়বস্তুটা হচ্ছে, বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় জায়গাটা হলো পদ্মা সেতু। এটাই, আর কিছু নয়।’