শেরপুর নিউজ ডেস্ক : ১৬ মে(মঙ্গলবার) মময়মনসিংহের ফুলপুরে ঢাকা থেকে ঝিনাইগাতীগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন শেরপুরের নকলা থানার ভুরদী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী আফরোজা (২৭)ও ঠাকুরগাঁও জেলার সদর থানার বৈইগন্ডপুর গ্রামের শামসুদ্দিনের মেয়ে সুনালী আক্তার (২৫)।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,ঢাকা থেকে বাসে করে বিপুল পরিমাণ গাঁজা শেরপুর নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর সোয়া পাঁচটায় ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক করা হয়।
এ সময় অভিযান পরিচালনায় ছিলেন, এসআই সোহেল রানা, এসআই জাহিদ হাসান, এ এস আই আবুল বাসেদ, এ এস আই রতন চৌধুরী, কনস্টেবল আল কাইছার ও নারী কনস্টেবল রুমা খাতুন।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ফুলপুর থানায় মামলা দায়ের শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন শেরপুরের নকলা থানার ভুরদী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী আফরোজা (২৭)ও ঠাকুরগাঁও জেলার সদর থানার বৈইগন্ডপুর গ্রামের শামসুদ্দিনের মেয়ে সুনালী আক্তার (২৫)।