ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারমিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক, উলিপুর আমেরিয়া সমতুল্য মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই বারী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সচিব মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল তিনি শেরপুর পৌরসভা, পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শন করেন।