সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে আ.লীগের ৯ নেতার বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির উকিল নোটিশ

শেরপুরে আ.লীগের ৯ নেতার বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির উকিল নোটিশ

শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ উপজেলা এবং পৌর আওয়ামী লীগের নয় নেতার বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানীর অভিযোগ তুলে উকিল নোটিশ পাঠিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি। তিনি আইনজীবির মাধ্যমে এই উকিল নোটিশ পাঠান।

আগামি ৭ দিনের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে ওই নয় নেতার বিরুদ্ধে আদালতে মানহানীর মামলা দায়ের করবেন বলে জানান ববি।

অভিযুক্ত নেতারা হলেন- শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, শাহজামাল সিরাজী, মোকারিম হোসেন রবি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আ.লীগ নেতা দেবতোষ চক্রবর্তী লিটন, আব্দুল হামিদ ও জাকির হোসেন।

বগুড়া জজ কোর্টের আইনজীবি এ্যাড. লিয়াকত সরদারের মাধ্যমে পাঠানো ওই নোটিশে বলা হয়- বিগত ২৯এপ্রিল অভিযুক্ত ব্যক্তিরা বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বদরুল ইসলাম পোদ্দার ববির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেন। পরবর্তীতে ওইসব অভিযোগের প্রেক্ষিতে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি তার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। তিনি ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবমিলে তার দুই কোটি টাকা ক্ষতিসাধিত হয়েছে বলে উকিল নোটিশে দাবি করা হয়।

উকিল নোটিশে উল্লেখ করা হয়- “কতিপয় ব্যক্তিসহ সম্মিলিতভাবে আমার মোয়াকেলকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন, মানসম্মান ক্ষুন্ন ও সমাজে তাহার সুনাম নষ্ট মানহানি করার জন্য শুধুমাত্র হিংসার বশবর্তী উদ্দেশ্যে একটি মিটিং আহ্বান করিয়া উক্ত মিটিং-এ সকলে মৌখিক ভাবে ও লিখিত ভাবে স্বাক্ষর করিয়া আমার মোয়াক্কলকে সন্ত্রাসী, চাঁদাবাজ, নেশায়াস্থ মাদক ব্যবসায়ী, ভূমিদস্য কুখ্যাত মাদক সম্রাট এবং তাহার প্রকাশ্যে জীবিকা নির্বাহের কোন উৎস নাই বলিয়া মানহানিকর বক্তব্য মৌখিক ও লিখিত ভাবে প্রকাশ করেন। অতঃপর বিগত আপনারা মিলিত ভাবে বগুড়া প্রেস ক্লাবে সম্মেলনের মাধ্যমে আমার মোয়াক্কলের বিরুদ্ধে পুনরায় উচ্চ মানহানিকর বক্তব্য প্রদান করিয়া আমার মোয়াকেলের মানসম্মান ক্ষুন্ন করেন। আমার মোয়াক্কেল একজন সম্ভ্রান্ত মর্যাদাশীল পরিবারের সদস্য, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সফল রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী ও সমাজ সেবক হওয়া সত্বেও আপনারা তাহার বিরুদ্ধে উদ্দেশ্যে প্রনোদিত ভাবে হিংসার বশবর্তী হইয়া তাহার মান সম্মানহানি ও মর্যাদা নষ্ট করার জন্য উক্ত মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশ করিয়াছেন। কেন আপনারা আমার প্রমোয়াজোলের বিরুদ্ধে মিথ্যা মানহানীকর বক্তব্য প্রচার ও প্রকাশ করিয়াছেন তাহার জবাব অত্র নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে আমার মোয়াক্কেল বা আমার বরাবর লিখিত ভাবে জানাইবেন। অন্যথায় নোটিশের দেয়া সময় পার হইয়া গেলে আমার মোয়াজেল আপনাদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য হইবে।’

এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ নোটিশ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, এটি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা। কারণ ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে বদরুল ইসলাম পোদ্দার ববি যে ধরণের মিথ্যা অভিযোগ করেছেন তাতে মানহানীর মামলাতো তার বিরুদ্ধেই করা হবে। এছাড়া তিনিসহ কতিপয় ব্যক্তি একটি মহলের ইন্ধনে দলীয় শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এই কু-চক্রী মহলের তৎপরতা সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Contact Us