শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজে প্রয়াত সহকারি অধ্যাপক মো.আয়নুল হক স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) বেলা ১০টার দিকে কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন করেন শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রহুল আমিন।
বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম, সহকারি অধ্যাপক মৃগেন্দ্রনাথ স্যানাল, রতন কুমার চক্রবর্তী, মোস্তাফিজার রহমান লিটন, প্রভাষক মেহেদী হাসান, দেবেন্দ্রনাথ ভৌমিক, আব্দুল ওয়াহাব, নাহিদ আল মালেক, অফিস সহকারি শহিদুল ইসলাম, মরহুমের একমাত্র সন্তান নাইমুজ্জামান ফাহিম।
স্মরণসভা পরিচালনা করেন প্রভাষক সোহাগ হোসেন পিন্টু। শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আইয়ুব আলী।