শেরপুর নিউজঃ জননেত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে।
বুধবার (১৭ মে) বিকালে বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এই দিবস পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সহ সভাপতি সাবেক অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুনসুর রহমান, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণসম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জান জিন্নাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি এমএ মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব প্রমুখ।
এসময় শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি গালিব সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ড্যানিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।